সোনারগাঁয়ে এইচপিভি টিকাদান কর্মসূচি উদ্বোধন
জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে সোনারগাঁয়ে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
সোনারগাঁয়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম থেকে ৯ম শ্রেণিতে পড়ুয়া কিশোরীদেরকে এ টিকা প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠিানে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাবরিনা হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সফিকুল ইসলাম নাদিম, সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুলতান মিয়া, নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু নাইম ইকবাল, পৌর জাতীয় পার্টির সভাপতি এম এ জামান, সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের গর্ভনিংবডির সদস্য মোহাম্মদ আলী ও গাজী মোবারক প্রমূখ।
আপনার মতামত জানান