সোনারগাঁয়ে আসছে এনসিপির কেন্দ্রীয় নেতারা

প্রকাশিত

দেশ গড়তে জুলাই পদযাত্রার ১৮ তম দিনের কর্মসূচি পালনে আগামীকাল শুক্রবার বিকেলে সোনারগাঁয়ে আসছেন বলে নিশ্চিত করেছে উপজেলা এনসিপির নেতৃবৃন্দ। প্রথমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মোগরাপাড়া চৌরাস্তার কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে পদযাত্রা ও পথসভা কর্মসূচি শুরু করবেন। এ ব্যাপারে সম্পূর্ণ প্রস্তুতি শেষ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

পরে দেশ গড়তে জুলাই পদযাত্রা উপলক্ষে বক্তব্য দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র সোনারগাঁ উপজেলা শাখার প্রধান সমন্বয়ক শাকিল সাইফুল্লাহ্ বরেন, অভ্যুত্থানের নায়কদেরকে স্বাগত জানাতে জাতীয় নাগরিক পার্টি, সোনারগাঁ উপজেলা ইতোমধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। যাদের কারণে বাংলাদেশের জনগণ দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল আপন আপন ঘরে নিশ্চিন্তে ঘুমাতে পারছে, সোশ্যাল মিডিয়ায় যা খুশি লিখতে পারছে, নতুন করে দেশ গড়ায় স্বপ্ন দেখতে পারছে সেই নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, আখতার হোসেন, নাসিরুদ্দিন পাটোয়ারীদের বরণ করে নিতে সোনারগাঁয়ের সকল স্তরের মানুষ চলে আসবেন ইনশাআল্লাহ।

আপনার মতামত জানান