সোনারগাঁও প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি সাধারণ সম্পাদক প্রার্থীর নির্বাচনী ইশতেহার

প্রকাশিত




সোনারগাঁও প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি প্রার্থী ফজলে রাব্বী সোহেল ও সাধারণ সম্পাদক প্রার্থী আবু বকর সিদ্দিক এর পক্ষে ১৯-দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

১। ক্লাবের গঠনতন্ত্র সমুন্নত রেখে এর ধারাবাহিকতা রক্ষা করা হবে।

২। গঠনতন্ত্র অনুযায়ী সকল সদস্যের গণতান্ত্রিক অধিকার সংরক্ষন ও সমান সুযোগ সুবিধা প্রদান করা হবে।

৩। ক্লাবের সকল ধরনের অর্থনৈতিক লেনদেনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শুদ্ধতা নিশ্চিত করা হবে।

৪। ক্লাবের কল্যাণ ফান্ডকে আরো শক্তিশালী ও গতিশীল করা হবে পাশাপাশি ক্লাবের আয় বৃদ্ধির পথ সৃষ্টি করা হবে।

৫। ক্লাবের কোন সদস্য কিংবা সদস্যের পরিবার (মা, বাবা,স্ত্রী ও সন্তান) জটিল রোগে আক্রান্ত হলে কিংবা দূর্ঘটনায় পতিত হলে চিকিৎসার জন্য প্রয়োজনীয় আর্থিক অনুদান দেয়া হবে।

৬। ক্লাবের কোন সদস্য মৃত্যুবরণ করলে তার পরিবারকে নুন্যতম এক লক্ষ টাকা অর্থ সহায়তা প্রদান করা হবে।

৭। সাংবাদিকতার পাশাপাশি সদস্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও আর্থিকভাবে স্বাবল¤ী^ করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহন করা হবে।

৮। ক্লাবের সকল সদস্যের পরিবারের অংশগ্রহনে প্রতিবছর শীতকালে ১টি ও গ্রীষ্মকালে ১টি মোট দুটি ফ্যামেলি ডে’র আয়োজন করা হবে।

৯। ধর্মীয় উৎসবে সদস্যদেরকে সম্মানজনক সম্মানী প্রদান করা হবে।

১০। সদস্য সাংবাদিকদের কেউ পেশাগত কাজে গিয়ে পুলিশি, রাজনৈতিক ও প্রভাবশালী মহলের হয়রানির শিকার হলে ক্লাবের সকল সদস্য তার পাশে থাকবে। পাশাপাশি অর্থনৈতিক ও আইনি সহযোগিতাও অব্যাহত রাখা হবে।

১১। ক্লাবের সম্মানিত উপদেষ্টা, প্রাক্তন সদস্য ও সম্মানিত সদস্যদের যথাযথ মর্যাদা, সম্মান ও মূল্যায়ন নিশ্চিত করা হবে। ক্লাবের যে কোন অনুষ্ঠানে পূর্ণ মর্যাদায় তাদের অংশ নেয়ার ব্যবস্থা করা হবে।

১২। অনুসন্ধনী প্রতিবেদন প্রকাশের জন্য ক্লাব সদস্যদের মধ্য থেকে শক্তিশালী জুরি বোর্ডের মাধ্যমে ৩জনরকে বার্ষিক সেরা রির্পোটিং পুরষ্কার প্রদান করা হবে। পুরষ্কারের মূল্যমান হবে প্রথম স্থান-১০হাজার টাকা ও ক্রেষ্ট ও দ্বিতীয় ও তৃতীয় স্থান- ৫হাজার টাকা ও ক্রেষ্ট।

১৩। সাংবাদিকতার পাশাপাশি চিত্তবিনোদনের জন্য ক্লাবের পক্ষ থেকে প্রতি বছর বিভিন্ন ক্রীড়ানুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

১৪। মেধা ও অস্বচ্ছলতার ভিত্তিতে ক্লাব সদস্যের সন্তানদেরকে শিক্ষা ভাতা প্রদানের ব্যবস্থা করা হবে।

১৫। সদস্য সাংবাদিকদের পেশাগত মান ও উৎকর্ষতা বৃদ্ধির জন্য পিআইবি বা সিনিয়র সাংবাদিকদের মাধ্যমে বছরে দুই থেকে তিনটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

১৬। ক্লাব কার্যালয়ের বহুতল ভবন নির্মাণ, অবকাঠামোগত উন্নয়ন ও তথ্য প্রযুক্তিগত উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহন করা হবে।

১৭। প্রয়াত সদস্যদের যথাযথ সম্মানপ্রদর্শনে স্মরণসভা, ম্যাগাজিন প্রকাশ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

১৮। যেহেতু ক্লাবকে শক্তিশালী করতে ঐক্যের কোন বিকল্প নেই তাই ক্লাবের প্রতিটি সদস্যকে ঐক্যবদ্ধ রাখতে এবং সবাই মিলে ক্লাবকে একটি সম্মানজনক স্থানে নিয়ে যেতে যা যা করণীয় সকলের পরামর্শ নিয়ে তাই করা হবে।

১৯। নিরীক্ষক নিয়োগের মাধ্যমে সোনারগাঁও প্রেসক্লাবের আর্থিক আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব নিশ্চিত করা হবে।

আপনার মতামত জানান