সাময়িক সময়ের জন্য গ্যাস বন্ধ থাকবে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিতাস গ্যাসের পাইপ লাইন সংস্কারের কারনে আজ দুপুর পযন্ত সোনারগাঁসহ কয়েকটি স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
প্রথম আলো পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি মনিরুজ্জামান মনির এর ধারন করা একটি ভিডিও ৫ অক্টোবর প্রথম আলো ইউটিউব চ্যানেল ও ‘সেভেন বিডি টিভি’ তে প্রচারিত হয়। ভাইরাল হওয়া এ ভিডিও টি-তে দেখা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোলপ্লাজা সংলগ্ন মারিখালী নদীতে দ্বিতীয় আষাঢ়িয়ার চর সেতুর নিচে গ্যাস পাইপ লিকেজ হয়ে অনবরত গ্যাস উঠছে।দীর্ঘ ছয়মাস ধরে প্রতিদিন লাখ লাখ টাকার গ্যাস নষ্ট হলেও কর্তৃপক্ষের কোন পদক্ষেপ চোখে পড়েনি। এ ব্যাপারে তিতাস ট্রান্সমিশন কোম্পানীর কর্তৃপক্ষ গতকাল ৬ অক্টোবর থেকে পাইপ লাইনটির লিকেজ সংস্কারের কাজ শুরু করেছে।
জানা যায়, দুটি লিকেজের মধ্যে একটি লিকেজ গতকাল সংস্কার করা হয়েছে। অন্য একটি লিকেজ আজ সকাল ১১টার মধ্যে সংস্কারের কাজ শেষ হবে। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছেন।
আপনার মতামত জানান