সাজেকে ১০ রিসোর্ট পুড়ে ছাই
রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে অগ্নিকাণ্ডে অন্তত ১০টি রির্সোট পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রুইলুই পর্যটন কেন্দ্রে এই ঘটনা ঘটে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে অগ্নিকাণ্ডে ইকোভ্যালি, অবকাশ, টিজিবি লুসাই, ছাউনি, আদ্র্রিকা, তরুছায়া, মেঘেরঘর, মর্নিংস্টার, তংথক, মনটানাসহ অন্তত ১০টি রির্সোট পুড়ে ছাই হয়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিস না থাকায় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনতে পারছে না। আগুন নেভাতে খাগড়াছড়ির দীঘিনালা ফায়ার সার্ভিস সাজেকে যাচ্ছে।
স্থানীয়রা জানায়, দুপুরের সাজেক’র রুইলুই এলাকায় অবস্থিত কটেজপল্লীর অবকাশ কটেজে আগুনের সূত্রপাত হয়। পাহাড়ের শীর্ষে অবস্থিত এই পর্যটনকেন্দ্রের আশেপাশে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, পুড়ে যেতে থাকে একের পর এক কটেজ।
সেনাবাহিনী ও স্থানীয়রা নানাভাবে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। প্রায় দুইঘণ্টার দূরত্ব পাড়ি দিয়ে দীঘিনালা ও খাগড়াছড়ি থেকে ফায়ার সার্ভিস আসার আগেই আগুনে পুড়ে শেষ হয়ে যায় ১০টি রিসোর্ট।
সাজেক কটেজ ও রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জনান, আগুন নিয়ন্ত্রণে আসে নাই। এখনো আগুন জ্বলছে, এখন অনেকগুলো রিসোর্ট পুড়ে গেছে।
আপনার মতামত জানান