সাঈদ হোসেন চৌধুরীর খোঁজে যায়যায়দিন কার্যালয়ে অভিযান
![](https://dailysonargaon.com/wp-content/uploads/2025/02/inbound6593500432067384809.jpg)
জ্যেষ্ঠ প্রতিবেদক
ডেইলি সোনারগাঁ ডটকম :
এইচআরসি গ্রুপের চেয়ারম্যান এবং দৈনিক যায়যায়দিনের সম্পাদকমণ্ডলীর সভাপতি ও প্রকাশক সাঈদ হোসেন চৌধুরীকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জের পুলিশ।
সোমবার রাত পৌনে ১২টার দিকে কারওয়ান বাজারে এইচআরসি ভবনে পত্রিকাটির কার্যালয়ে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের এসপি প্রত্যুষ কুমার মজুমদার।
তিনি ডেইলি সোনারগাঁ ডটকমকে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের এক হত্যা মামলার ৮ নম্বর আসামি হচ্ছেন সাঈদ হোসেন চৌধুরী। তাকে গ্রেপ্তারে সোমবার রাতে নারায়ণগঞ্জ পুলিশের একটি দল যায়যায়দিন কার্যালয়ে গিয়েছিল। তবে তাকে সেখানে পাওয়া যায়নি।
এ বিষয়ে সাঈদ হোসেনের বক্তব্য জানতে পারেনি ডেইলি সোনারগাঁ ডটকম।
রাজনৈতিক পটপরিবর্তনের পর ১৫ ডিসেম্বর যায়যায়দিনের প্রতিষ্ঠাতা সম্পাদক শফিক রেহমান তেজগাঁওয়ে পত্রিকাটির কার্যালয়ে গেলে কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। ওই দিনই পত্রিকাটির কার্যালয় কারওয়ান বাজারে এইচআরসি ভবনে স্থানান্তর করা হয়। বর্তমানে শফিক রেহমান তেজগাঁওয়ের ওই কার্যালয় থেকে ‘যায়যায়দিন প্রতিদিন’ নামে একটি পত্রিকা প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন।
এইচআরসি গ্রুপের মিডিয়া ছাড়াও কৃষিপণ্য, চা, রিয়েল এস্টেট, আর্থিক খাত ও শিপিং ব্যবসা রয়েছে। ওয়ান ব্যাংকের পরিচালক সাঈদ হোসেন চৌধুরী ঢাকার সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর ভাই। তাদের বাবা হেদায়েত হোসেন চৌধুরী কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠাতা।
আপনার মতামত জানান