সব শিক্ষার্থীর বিয়ে, পরীক্ষা দেয়নি কেউ

প্রকাশিত



গত ১৪ নভেম্বর থেকে শুরু হওয়া দাখিল পরীক্ষায় নাটোরের বাগাতিপাড়া মহিলা মাদ্রাসার কোনো শিক্ষার্থীই পরীক্ষায় অংশগ্রহণ করেনি।

জানা গেছে, এ বছর উপজেলার পেড়াবাড়িয়া মাদ্রাসা কেন্দ্রে ৫ টি মাদ্রাসার পরীক্ষার্থীরা দাখিল পরীক্ষা অংশ নিচ্ছে। এসব মাদ্রাসার মোট ৯৮ জন শিক্ষার্থীদের ওই কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু প্রতিদিন ওই কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করছে ৮৩ জন। যেখানে অনুপস্থিত রয়েছে ১৫ জন পরীক্ষার্থী, যারা বাগাতিপাড়া মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।

এ বিষয়ে কেন্দ্র সচিব ইব্রাহিম হোসাইন বলেন, আল কোরআন ও হাদিস শরীফ দুইটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু ওই মাদ্রাসার কেউ অংশ নেয়নি। আমরা যোগাযোগ করেছি তবুও কোনো লাভ হয়নি।

এ বিষয়ে মাদ্রাসা সুপার আব্দুর রউফ বলেন, এ বছর তার মাদ্রাসা থেকে ১৫ জন ছাত্রীর পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সব ছাত্রীর বিয়ে হয়ে যাওয়ায় কেউই পরীক্ষায় অংশ নেয়নি। এমনকি তাদের সাথে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি।

আপনার মতামত জানান