শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মাদরাসা শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত

বরগুনার বেতাগীতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি নিয়ে মানবন্ধন করেছে বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১০ জুন) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

করোনা পরিস্থিতিতে অর্থনীতিসহ ধস এসেছে শিক্ষা ব্যবস্থায়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে সকল দপ্তরসমূহ খোলার সিদ্ধান্ত আসলেও আসেনি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা। ফলে ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা।

উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ রেজাউল করিম আকন ও ইশা ছাত্র আন্দোলন বেতাগী উপজেলার সাবেক সভাপতি এইচ এম শহীদুল্লাহ্ কায়সার।

এসময় বক্তরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা পাবজি, ফ্রি-ফায়ারসহ নানা ধরনের মোবাইল গেমস ও নেশায় আসক্ত হয়ে পড়ছেন। এতে শিক্ষার্থীরা মেধাশূন্য হয়ে যাচ্ছে। এভাবে লাগাতার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে দেশের শিক্ষার হার কমে যাওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মেধাশক্তিও হারিয়ে যাবে।

স্বাস্থ্যবিধি মেনে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান মানববন্ধনে আগত বক্তারা।

উল্লেখ্য,বাংলাদেশে ২০২০ সালের ৮ই মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হবার পর ১৬ মার্চ সরকার ঘোষণা দেয়, ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত স্কুল, কলেজসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ থাকবে। তারপর থেকে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধই থেকে যায়।

সবশেষ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এক প্রজ্ঞাপনে জানা যায়, আগামী ১৩ জুন যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক হারে (আক্রান্তের হার ৫ শতাংশের নিচে) থাকে তবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। তবে রাজশাহী, খুলনা, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে করোনা সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বাড়ছে।

সূত্রঃ কালেরকণ্ঠ।

আপনার মতামত জানান