‘শাস্ত্রীর পারফরম্যান্স কিন্তু মোটেই ভালো না’

প্রকাশিত

ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রীর অধীনে বিরাট কোহলিরা বিশ্বের অন্যতম শক্তিশালী দল হয়ে উঠেছে। কিন্তু এখন পর্যন্ত কোনো বৈশ্বিক ট্রফি জিততে পারেনি। তিন ধরনের ফরম্যাটেই জাতীয় দলকে টেনে নিয়ে যাচ্ছে কোহলি-শাস্ত্রীর পার্টনারশিপ। কিন্তু শাস্ত্রীর জন্য কঠিন পরীক্ষা এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে কোচ হিসাবে রবি শাস্ত্রীকেই রেখে দেওয়া হবে- এমনটাই মনে করছেন ভারতের সাবেক ক্রিকেটার রিতিন্দর সিং সোঁধি।

২০১৩ সালের পর থেকে কোহলির নেতৃত্বে এখনো মেজর আইসিসি ট্রফি জিততে পারেনি ভারত। কিছুদিন আগের আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপেরও তারা রানার্স হয়েছে। ‘ইন্ডিয়া নিউজ’কে দেওয়া সাক্ষাৎকারে রীতিন্দর সিং সোঁধি বলেছেন, ‘এটা শুনতে খারাপ লাগবে। তবে রবি শাস্ত্রীর পারফরম্যান্স কিন্তু মোটেই ভালো না। এমনিতে কোচ হিসাবে ও ভালোই কাজ করছে। তবে ট্রফি জয়ের হিসাব করলে সে কিন্তু ব্যর্থ। তবে সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত জিতলে শাস্ত্রীকে সরানো অসম্ভব হয়ে পড়বে।’

কোনো সন্দেহ নেই রবি শাস্ত্রীর কোচিংয়ে ভারত বিশ্বের শক্তি আরো বাড়িয়েছে। বিদেশের মাটিতেও তারা এখন দাপট দেখায়। এজন্যই ২০১৯ বিশ্বকাপে ভারত সেমিফাইনালে হারলেও শাস্ত্রীকে পুনর্নিয়োগ করা হয়। তবে রীতিন্দর সিং সোঁধি বলেছেন, ‘মোটামুটি ভালোই কাজ করছে শাস্ত্রী। তবে আমরা অনেকদিন ধরেই একটা ট্রফির অপেক্ষায় আছি। ট্রফি জিতলেই একমাত্র শাস্ত্রীর প্রাপ্তি পূর্ণ হবে। তবে রাহুল দ্রাবিড়কে যেভাবে শ্রীলঙ্কায়া পাঠানো হলো; তাতে আমার মনে হয় শাস্ত্রীর ওপর মারাত্মক চাপ আছে।’

সূত্রঃ যুগান্তর।

আপনার মতামত জানান