শরীয়তপুরে সাংবাদিকদের ওপর হামলা

প্রকাশিত




জেলা প্রতিনিধি | শরীয়তপুর |
শরীয়তপুরে সোহাগ খান সুজন নামের এক সাংবাদিকের ওপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এসময় তাকে বাঁচাতে এলে আরও তিন সাংবাদিক আহত হন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সমকালের প্রতিনিধি সোহাগ খান সুজন, জাগো নিউজের বিধান মজুমদার অনি, বাংলা টিভির নয়ন দাস ও দেশ টিভির সাইফুল ইসলাম আকাশ। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সোহাগ খানকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় মঙ্গলবার (২৮ জানুয়ারি) শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার কাজী মোহাম্মদ ইলিয়াস এক রোগীর রিপোর্ট ছুড়ে ফেলে দেন। এ ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশ করেন জেলার গণমাধ্যমকর্মীরা। অন্যদিকে স্থানীয় ক্লিনিক ব্যবসায়ী ও সাংবাদিক পরিচয়দানকারী নুরুজ্জামান শেখ ওই চিকিৎসকের পক্ষ নিয়ে নামসর্বস্ব একটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে নুরুজ্জামানের সঙ্গে সোহাগ খানসহ বেশ কয়েকজনের সংবাদিকের বাগবিতণ্ডা হয়।


এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার দুপুরে সোহাগ খান তার ব্যক্তিগত অফিস কোর্ট এলাকায় যাওয়ার পথে নুরুজ্জামান শেখ, তার ভাই শামীম শেখ, পালং মেডিক্যাল সেন্টারের মালিক ইব্রাহিম মোল্লা, তার ছেলে জিহাদ মোল্লাসহ ১০-১২ জন সন্ত্রাসী মিলে ছুরি, হাতুড়িসহ দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালান। এসময় তাকে বাঁচাতে এলে জাগো নিউজের প্রতিনিধি বিধান মজুমদার অনি, বাংলা টিভির প্রতিনিধি নয়ন দাস ও দেশ টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশের ওপর হামলা চালান তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেন। গুরুতর আহত অবস্থায় সুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য তিন সাংবাদিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সমকালের প্রতিনিধি সোহাগ খান সুজন বলেন, ‘সংবাদ প্রকাশের জেরে আমার প্রতি ক্ষিপ্ত ছিলেন ক্লিনিক ব্যবসায়ী নুরুজ্জামান শেখ। আজ অফিসে যাওয়ার পথে আগে থেকে ওত পেতে থাকা নুরুজ্জামান শেখ ও তার সন্ত্রাসী বাহিনী আমার ওপর হামলা চালায়। আমি এই হামলার বিচার চাই।’

শরীয়তপুর প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আরটিভির শরীয়তপুর প্রতিনিধি আবুল হোসেন বলেন, ‘সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো।’

আপনার মতামত জানান