রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় সোনারগাঁয়ের প্রবীণ আওয়ামী নেতা নিহত

প্রকাশিত


নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল এলাকায় দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত আরও পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে পূর্বাচল ৩০০ ফুট সড়কের ভূইয়া বাড়ি ব্রিজ এলাকায় যাত্রীবাহী দুই প্রাইভেটকারের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গাড়িতে থাকা সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের প্রবীণ নেতা, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পিরোজপুর ইউনিয়নেরর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুম চেয়ারম্যানের চাচা নুরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত ও তার ছেলে আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন, দুই প্রাইভেটকারীর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও দুজন মারা যান।

আপনার মতামত জানান