রাষ্ট্রের উচিত তাদের দমন করা-ইউএনও আতিকুল ইসলাম

প্রকাশিত

ধর্মকে হাতিয়ার বানিয়ে দেশকে মৌলবাদী উগ্রবাদী হিসেবে বিশ্বের কাছে তুলে ধরে শান্তির ধর্ম ইসলামকে কলঙ্কিত করার অপপ্রয়াসে দেশদ্রোহীদের এজেন্ডা বাস্তবায়ন করতে যে ধ্বংসলীলায় মেতেছে হেফাজতে ইসলাম তা কোনভাবেই কাম্য নয়। এ বিষয়ে বিশ্বময় চলছে বিতর্কের ঝড়। এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম তার ফেসবুক আইডিতে নিজস্ব মতামত তুলে ধরেছেন। তাঁর স্টেটাসটি হুবহু তুলে ধরা হলো :

“এরদোয়ানের মত ইসলামিক আদর্শের ব্যাক্তিত্ব মোদীকে বুকে জড়িয়ে ধরেন কিভাবে?
বাদশাহ আব্দুল আজিজ, রাজপুত্র মুহাম্মদ বিন সালমান মোদীকে সর্বোচ্চ গুরুত্ব দেয় কিভাবে?
আধুনিক ইসলামের অন্যতম রাষ্ট্র ইরানের প্রধানমন্ত্রী মোদীকে লাল গালিচা সংবর্ধনা দেয় কিভাবে? ছাগুদের আব্বা ইমরান খানের কথা না হয় বাদই দিলাম।

তারা কি জানেন না মোদী গুজরাটের কসাই বা কট্টরপন্থী হিন্দুত্ববাদী নেতা? তারা মোদীকে সম্মানিত করেন কারণ মোদী বিশ্বের সবচেয় বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী।

যদিও এগুলো মামুনুল হকরা ভালোই বুঝেন। হোফাজত হলো নতুন বোতলে পুরোনো মদ। জামায়াতের আনঅফিসিয়াল ভার্সন।হেফাজতের সমস্যা মোদীতে নয়, সমস্যা বঙ্গবন্ধুতে, সমস্যা আওয়ামীলীগে!! তারা চাচ্ছে ইস্যুটাকে কাজে লাগিয়ে মাথা মোটা মুসলমানদের রাস্তায় নামিয়ে নিজেদের ফায়দা আদায় করতে।

রাষ্ট্রকে যদি কেউ অযোক্তিক চ্যালেঞ্জ করে, রাষ্ট্রের উচিত তাদের দমন করা।”

আপনার মতামত জানান