রাতে মাঠে নামছে ফ্রান্স-স্পেন

প্রকাশিত

ইউরোর শেষ ষোলোর লড়াইয়ে রাতে মাঠে নামছে ফ্রান্স-স্পেনসহ চার বড় দল। প্রথম ম্যাচে ক্রোয়েশিয়া মোকাবেলা করবে স্পেনের। দ্বিতীয় ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

গত বিশ্বকাপ ফাইনাল খেলা ক্রোয়েশিয়া গ্রুপের শেষ ম্যাচে লুকা মডরিচ জাদুতে নক আউটে এসেছে। কোপেনহেগেনে আজ তাদের প্রতীক্ষায় স্পেন। এমন ম্যাচের আগে করোনা থাবা বসিয়েছে ক্রোয়েশিয়ায়। পজিটিভ হয়েছেন ইভান পেরিসিচ। দলের অন্যতম সেরা এই তারকাকে হারানোটা বড় ধাক্কা তাদের জন্য। ক্রোয়েশিয়া-স্পেন ম্যাচটি শুরু হবে সোমবার রাত ১০টায়।

অন্যদিকে, সোমবার দিবাগত রাত ১টায় ফ্রান্সের মোকাবেলা করবে সুইজারল্যান্ড। এ ম্যাচে ফেভারিট হয়েই মাঠে নামছে ফ্রান্স। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও এবারের ইউরোয় হাঙ্গেরি ও পর্তুগালের সঙ্গে ফ্রান্সের সেরা ফুটবলের দেখা মেলেনি। হাঙ্গেরির বিপক্ষে বিশ্বচ্যাম্পিয়নরা ড্র করেছিল কোনো রকমে। পর্তুগালের সঙ্গেও পিছিয়ে পড়ে ড্র ২-২ গোলে। নক আউটে সুইজারল্যান্ড অগ্নিপরীক্ষা নিতে পারে দিদিয়ের দেশমের দলের।

গত বিশ্বকাপে ৪ গোল করে ফ্রান্সের শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন কিলিয়ান এমবাপ্পে। গত ফ্রেঞ্চ লিগেও সর্বোচ্চ ২৭ গোল তার। সেই এমবাপ্পে গ্রুপ পর্বের তিন ম্যাচে পাননি জালের দেখা। বড় নামের খেলোয়াড়রা অবশ্য জ্বলে ওঠেন বড় মঞ্চেই। এমবাপ্পেকে ঘিরে নিশ্চয়ই সেই আশায় দিদিয়ের দেশম।

 

আপনার মতামত জানান