রাতে ঘরে ঘরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করছেন সোনারগাঁয়ের ইউএনও

প্রকাশিত

ডেইলি সোনারগাঁ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে উপজেলা প্রশাসনের দু’একজন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান এসব শীতবস্ত্র বিতরণ করেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, হাড়কাঁপানো শীতের মধ্যে ইউএনও পৌরসভার বাগমুছা ঋসিপাড়া, পানাম, আদমপুর ও দিঘীরপাড় এলাকায় ছুটে যান। এ সময় তিনি রাত প্রায় ১০টা পর্যন্ত বিভিন্ন এলাকায় ঘুরে অসহায় শীতার্ত মানুষের পামে দাঁড়ান। তাদের হাতে শীতবস্ত্র তুলে দেন। উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক আবু নাইম ইকবাল এ সময় ইউএনওর সঙ্গে ছিলেন।

 

রকিবুর রহমান খান কালের কণ্ঠকে জানান, হঠাৎ করেই তীব্র শৈত্যপ্রবাহে অসহায় শীতার্ত গ্রামীণ মানুষের কষ্ট লাগবের শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়। রাতে বাড়ি বাড়ি গিয়ে দেখেছি শীতে কিভাবে মানুস কাতরাচ্ছে। রাস্তায় পথশিশু ও গৃহহীন মানুষের গায়ে সামান্য একটি কম্বল দিতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি।

আপনার মতামত জানান