গোল কাঠের হিসাব
আমরা কাঠ ক্রয় করতে গেলে অনেকেরই ঠকতে হয়। হিসাব জানা থাকলে ঠকার সম্ভাবনা খুবই কম। আসুন জেনে নিই কাঠের হিসেব। প্রথমে জানব গোল কাঠের/গাছের হিসেব। পরবর্তীতে চেরা কাঠের হিসেব নিয়ে আসব। আমাদের পেইজটি লাইক দিয়ে রাখুন।
আমাদের দেশে প্রচলিত সুত্র দুইটা কিন্তু এই সুত্র থেকেই আসছে৷ একটি ফুটে ও আরেকটি ইঞ্চিতে।
সুত্র ১ = {(পরিধি × পরিধি) ফিটে × দৈর্ঘ্য (ফিটে)} ÷ ১৬ = সিএফটি
যেমন
একটি গোল গাছের বেড় ১০ ফুট ও লম্বা ১৭ফুট হলে কাঠটি কত CFT?
সমাধান
={(১০x১০)x ১৭}÷১৬
={১০০x১৭}÷১৬
=১৭০০÷১৬
=১০৬.২৫
সুত্র ২ = {(পরিধি × পরিধি) ইঞ্চিতে × দৈর্ঘ্য (ফিটে)} ÷ ২৩০৪ = সিএফটি
এখানে
১ ফিট =১২ ইঞ্চি
তাহলে, ১০’x১২=১২০ ইঞ্চি
১২০×১২০×১৭÷২৩০৪= ১০৬.২৫ সিএফটি
আপনার মতামত জানান