মেসির হ্যাটট্রিক ! লা লিগার বর্ষসেরা ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার
প্রতি বছর লা লিগার বর্ষসেরা খেলোয়াড়কে ‘আলফেদো দি স্তেফানো ট্রফি’ প্রদান করা হয়। আর লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার হিসেবে ‘পিচিচি ট্রফি’ প্রদান করা হয়। এবার লা লিগার ২০১৮-২০১৯ মৌসুমের এই দুটি পুরস্কারই নিজের করে নিলেন লিওনেল মেসি। এই নিয়ে সপ্তমবার ‘দি স্তেফানো ট্রফি’ এবং ষষ্ঠবারের মতো ‘পিচিচি ট্রফি’ জিতলেন তিনি। আর এই নিয়ে দুটি পুরস্কারই টানা তৃতীয়বার জিতলেন এই বার্সেলোনা ফরোয়ার্ড।
বার্সেলোনার জার্সিতে এই মৌসুমটা দুর্দান্ত কেটেছে আর্জেন্টাইন সুপারস্টার মেসির। লিগে ৩৬ গোল করেন তিনি। ফলে টানা দ্বিতীয়বারের মতো লা লিগার শিরোপা জেতে বার্সেলোনা।
জানা গেছে, ‘আলফ্রেদো দি স্তেফানো ট্রফি’ পুরস্কারটি এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার জিতেছেন মেসি। দ্বিতীয় সর্বোচ্চ চারবার এই পুরস্কার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
এদিকে টানা তৃতীয়বারের মতো লা লিগার বর্ষসেরা গোলরক্ষকের (জামোরা প্রাইজ) পুরস্কার জিতেছেন অ্যাটলেটিকো মাদ্রিদের ইয়ান ওবলাক। তিনি লিগে ৩৭ ম্যাচে ২০টি ক্লিনশিট রাখেন।
অন্যদিকে বর্ষসেরা গোলের পুরস্কার ঘরে তুলেছেন অ্যাতলেতিকের ইনাকি উইলিয়ামস। সেভিয়ার বিপক্ষে তার দুর্দান্ত গোলের জন্য এই পুরস্কারটি পান এই ফরোয়ার্ড।
এছাড়া লা লিগার মৌসুম সেরা কোচ নির্বাচিত হয়েছেন গেতাফের হোসে বোর্দালাস এবং গ্রানাদার দিয়েগো মার্তিনেস। তাছাড়া স্প্যানিশ খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘জারা ট্রফি’ জিতলেন ইয়াগো আসপাস।
আপনার মতামত জানান