মেঘনা নদীতে বালু উত্তোলন, সংঘর্ষ, মানববন্ধন
গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া মুদারকান্দি গ্রাম সংলগ্ন মেঘনা নদীর তীর ঘেঁসে অবৈধভাবে বালু উত্তোলন করছে মেঘনা থানার প্রভাবশালী একটি মহল।
আজ সোমবার বিকেলে এলাকাবাসী একজোট হয়ে তাদের বাধা দিতে গেলে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, পরে স্থানীয়রা নদীর তীরে মানববন্ধন করেন ।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা জেলার মেঘনা উপজেলার চালিভাংগা গ্রামের আব্দুল কাইয়ুম এর নেতৃত্বে মেঘনা নদীতে গত একমাস যাবত গজারিয়া অংশে ১০ থেকে ১২ টি বালু উত্তোলন ড্রেজার বসিয়ে নদীতে বালু উত্তোলন করছে, এলাকাবাসী তাদের জমি রক্ষার্থে বাধা দিতে গেলে তাদের লক্ষ্য করে ৭টি ককটেল বিস্ফোরণ, ৮/১০ রাউন্ড গুলি বর্ষণ ও কাল্লা নিক্ষেপ করে বালুমহালে লোকজন। এই ঘটনায় অন্তত ৪ জন আহত হয় বলে জানা গেছে। আহতরা হলেন,রহিম বাদশা (৪২),ফাইজুল (২৫), টিপু (২৮), সোহেল (৩৬)।
মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, বালুমহলের লোকজন দিনের বেলা তাদের স্থানে কাটে আর রাতেরবেলা গজারিয়া অংশে আমাদের চর কাটে । এখন দিন এবং রাতের বেলা আমাদের চর, জমি কাটাতে শুরু করেছে তারা। এভাবে কাটতে থাকলে গজারিয়া উপজেলার মানচিত্র থেকলে আমাদের আড়ালিয়া মুদ্দারকান্দি এমনকি বালুয়াকান্দি ইউনিয়নের অনেক অংশ মেঘনা নদীতে বিলীন হয়ে যাবে।
গজারিয়া থানার ওসি তদন্ত মামুনুর রশিদ জানান, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে বর্তমানে এলাকা শান্ত রয়েছে।
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সাদী জানান, সংঘর্ষের ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আপনার মতামত জানান