মেঘনা আওয়ামী লীগের আনন্দর্যালি
মেঘনা ও দাউদকান্দির কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুরকে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মেঘনা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ উপলক্ষে বুধবার সকালে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি আনন্দর্যালি মেঘনা উপজেলা চত্ত্বর থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নেতাকর্মীরা প্রধানমন্ত্রী ও দেশবাসীর জন্য বিশেষ মুনাজাত ও মিষ্টি বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন সিকদার, জেলা পরিষদের সদস্য সাবেক ছাত্রনেতা নাসিরুদ্দিন শিশির, দাউদকান্দির জিএস সুমন সরকার, মেঘনা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরান হোসেন আকাশ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সেলিম আহাম্মেদ, আওয়ামী লীগ নেতা ফারুক সরকার, নুরুল আমিন, আলী হোসেন, ছাত্রলীগ নেতা শাকিল প্রমুখ ।
আপনার মতামত জানান