মিয়ানমারের সেনাপ্রধান কালোতালিকাভুক্ত

প্রকাশিত

এটি রোহিঙ্গা নির্যাতন ও গণহত্যা ইস্যুতে যুক্তরাষ্ট্রের নেয়া সর্বোচ্চ পদক্ষেপ। এমন দিনে এই ঘোষণা এলো যখন আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার জন্য মিয়ানমারের বিরুদ্ধে শুনানি শুরু হয়েছে। ওয়াশিংটন পোস্ট

এই অবরোধের প্রধান লক্ষ্য বস্তু মিয়ানমারের সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিং অং হ্লাইং। এ ছাড়াও এ তালিকায় রয়েছেন, সেনাবাহিনীর উপপ্রধান ভাইস সিনিয়র জেনারেল সোয়ে উইন, ৯৯ লাইট ইনফানট্রি ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল থান ও ৩৩ লাইট ইনফানট্রি ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল অং অং। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট মঙ্গলবার এই ৪ সেনাকর্মকর্তাদের কালো তালিকাভুক্ত করেছে। এর আগেও মিয়ানমারের সেনাবাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিলো যুক্তরাষ্ট্র। মিয়ানমারের সেনা কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে কোনো সম্পদ থাকলে তা জব্দ করা হবে। তাদের সঙ্গে কোনও ধরনের ব্যবসায়ী কার্যক্রম চালাতে পারবেন না মার্কিন নাগরিকেরা।

আপনার মতামত জানান