মির্জাগঞ্জে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে স্বেচ্ছাসেবকদল নেতা সাংবাদিক হুমকি দিচ্ছে

প্রকাশিত

পটুয়াখালীর মির্জাগঞ্জে জোরপূর্বক মানবজমিন পত্রিকার সাংবাদিক সোহাগ হোসেনের ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর রেখে হয়রানি করে ইলিয়াস সিকদার (৩২) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা। ইলিয়াস উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সচিব ও পশ্চিম সুবিদখালী গ্রামের খলিল সিকদারের ছেলে। গত সোমবার অলিখিত রেফটি উদ্ধার ও আইনগত পদক্ষেপ গ্রহনের জন্য ইলিয়াস ও বাবুর নামে মির্জাগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন সাংবাদিক সোহাগ। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর দুপুর ২ টার দিকে ইলিয়াস সাংবাদিক সোহাগকে ফোন দিয়ে বলে, ভাই একটু উপজেলায় আসেন আপনার সাথে জরুরী কথা আছে। ফোন পেয়ে সোহাগ উপজেলা পরিষদের সামনে গেলে ইলিয়াস ও বাবু বলে চলেন ইউনাইটেড ডায়াগনস্টিক সেন্টারের দোতালায় বসে কথা বলি।ওইখানে যাওয়ার পরে একটি কক্ষে নিয়ে বসে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয় তারা। এরপর ইলিয়াস বলে তোর স্ত্রীকে মারধর করায় আলিম মল্লিকদের বিরুদ্ধে যে মামলা করেছিলি সেটা এখন তুলে ফেলতে হবে। এরপরই টেবিলের ওপর একটি অলিখিত স্ট্যাম্প পেপারে স্বাক্ষর দেওয়ার জন্য হুমকি প্রদান করে।বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে একপর্যায়ে তারা জোরপূর্বক ওই রেফে স্বাক্ষর রাখে এবং বলে মামলা তুলে না নিলে এই রেফ তোর জন্য কাল হবে। এই ঘটনা কারও সাথে আলাপ করলে প্রাণ নাশেরও হুমকী প্রদান করে তারা।

মির্জাগঞ্জ থানার ওসি মোঃ শামীম হাওলাদার বলেন, অভিযোগ পেয়েছি, আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।

আপনার মতামত জানান