মিথিলারা টাকার বিনিময়ে মার্তৃত্ব ও ইসলামকে কলংকিত করে-নুরুদ্দিন পাগলা
মুসলিম মেয়ে মিথিলা ও হিন্দু পাত্র সৃজিতের বিয়ের ঢোল বাঁজছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়া অঙ্গনে। এ খবরে অনেকে মর্মাহত হয়ে ধিক্কার জানিয়েছেন মিথিলাকে। তারা ইসলামকে কলঙ্কিত করেছে মার্তৃত্বকে করেছে প্রশ্নবিদ্ধ মতামত নুরুদ্দিন পাগলা।
নুরুদ্দিন নিজেকে পাগল দাবী করে বলেন অনেকে আমাকে নুরুদ্দিন পাগলা হিসেবে চিনে। তবে আমি বলতে চাই, মিথিলার মতো বেহায়াপনা ও নির্লজ্জ মেয়ে হাজার বছরে একটা জম্মায়। তার মতো মা কয়েক হাজারে একটা জন্মায়। তার মতো মেয়ে কোন ইমানদার মুসলিম পরিবারে একটাও জন্মায় না। এরা মোটা অংকের টাকার বিনিময়ে ইসলাম ও মুসলিম মেয়েদের সম্মানহানি এবং মুসলমান আচার আচরনকে প্রশ্নবিদ্ধ করতেই এমন কাজ করছে। এই মিথিলার বিয়ের প্রয়োজন নেই। বিয়ের আগেই আগেই ফেসবুকের মাধ্যমে সবাই জেনে গেছেন। এটা বিয়ে নয়, এটা টাকার বিনিময়ে ধর্মকে খাটো করার একটা কৌশলমাত্র। কয়েকদিন পর এটাও থাকবে না নিশ্চিত বলে দিলাম বললেন তিনি। সে মীর জাফরের মতো মিথিলা নামে কালি মেখে দিল।
বিধর্মী বিবাহ নিয়ে ইসলাম যা বলে :
কোন মুসলিমের জন্য মুশরিক কাফেরকে বিবাহ করা জায়েজ নয়। বিবাহ করলেও তা সহীহ হবে না। হিন্দু ধর্ম পুরোটাই শিরক আর কুফরীতে পূর্ণ। তাই হিন্দু ধর্মাবলম্বীর সাথে কোন মুসলিমের বিবাহ বন্ধন সহীহ নয়। মুসলমান হওয়ার পর বিবাহ শুদ্ধ হবে।
وَلَا تَنْكِحُوا الْمُشْرِكَاتِ حَتَّى يُؤْمِنَّ وَلَأَمَةٌ مُؤْمِنَةٌ خَيْرٌ مِنْ مُشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِينَ حَتَّى يُؤْمِنُوا وَلَعَبْدٌ مُؤْمِنٌ خَيْرٌ مِنْ مُشْرِكٍ وَلَوْ أَعْجَبَكُمْ أُولَئِكَ يَدْعُونَ إِلَى النَّارِ وَاللَّهُ يَدْعُو إِلَى الْجَنَّةِ وَالْمَغْفِرَةِ بِإِذْنِهِ وَيُبَيِّنُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ (221
আর তোমরা মুশরেক নারীদেরকে বিয়ে করোনা, যতক্ষণ না তারা ঈমান গ্রহণ করে। অবশ্য মুসলমান ক্রীতদাসী মুশরেক নারী অপেক্ষা উত্তম, যদিও তাদেরকে তোমাদের কাছে ভালো লাগে। এবং তোমরা (নারীরা) কোন মুশরেকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ো না, যে পর্যন্ত সে ঈমান না আনে। একজন মুসলমান ক্রীতদাসও একজন মুশরেকের তুলনায় অনেক ভাল, যদিও তোমরা তাদের দেখে মোহিত হও। তারা দোযখের দিকে আহ্বান করে, আর আল্লাহ নিজের হুকুমের মাধ্যমে আহ্বান করেন জান্নাত ও ক্ষমার দিকে। আর তিনি মানুষকে নিজের নির্দেশ বাতলে দেন যাতে তারা উপদেশ গ্রহণ করে। {সূরা বাকারা-২২১}
আপনার মতামত জানান