মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক অসুস্থ মুক্তিযোদ্ধার পাশে
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এক অসুস্থ মুক্তিযোদ্ধার পাশে দাড়িয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সোনারগাঁ উপজেলার মঙ্গলেরগাঁও শাখার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের মুন্সীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামানের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চান উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান ওই মুক্তিযোদ্ধাকে তার চিকিৎসার জন্য ৫০ হাজার টাকার অনুদান ঘোষনা করেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ইউএনও কার্যালয়ে সোনারগাঁ শাখার ব্যবস্থাপক ফরিদ উদ্দিন মুক্তিযোদ্ধা মনিরুজ্জামানের মেয়ের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, ইউএনও রকিবুর রহমান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আবু নাইম ইকবাল, প্রথম আলোর সোনারগাঁ প্রতিনিধি মনিরুজ্জামান, কালের কন্ঠের সোনারগাঁ প্রতিনিধি ও সোনারগাঁ থানা প্রেসক্লাবের সভাপতি গাজী মোবারক প্রমূখ।
আপনার মতামত জানান