মাসব্যাপী লোকজ ও মেলা, সাংবাদিকদের সাথে মত বিনিময়

প্রকাশিত


সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে মাসব্যাপী লোকজ মেলা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫ টায় ফাউন্ডেশনের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

লোকজ মেলাকে সফল করার জন্য এ সময় নানা সমস্যা ও সমাধানে করনীয় বিষয় উঠে আসে। এ সময় সাংবাদিকরা জানান সোনারগাঁয়ের লোকজ মেলা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে লোক ও কারুশিল্পীদের জন্য এক অনুকরনীয় মেলা। মেলাকে সফল করতে রাস্তা সংস্কার, যানজট নিরসনে করনীয়, ফাউন্ডেশনের প্রধান ফটটের রাস্তা দখলমুক্ত করা, পরিস্কার পরিচ্ছন্ন করে সকলের সামনে লোকজ ঐতিহ্য তুলে ধরার আহবান জানান। চলমান এ মেলায় এবা্রই শুধুমাত্র কারুশিল্পীদের তৈরি কারুপন্যের দোকান ছাড়া অন্য কোন সামগ্রীর দোকান বরাদ্ধ দেয়া হয়নি।

এসময় ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সাংসদ ও জাতীয় পার্টির ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা। আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা মুন্না, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, ওসি রফিকুল ইসলাম, টুরিস্ট পুলিশের ইনচার্জ গোলাম কিবরিয়া প্রমূখ। উল্লেখ্য, আগামী ১ মার্চ থেকে শুরু হয়ে ৩০ মার্চ পর্যন্ত মাসব্যাপী মেলা চলবে।

এ সময় সোনারগাঁ উপজেলায়ি কর্মরত বিভিন্ন প্রেস, ইলেকট্রিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

আপনার মতামত জানান