মাজেদের লাশ অপসারণের দাবিতে মানববন্ধন
![](https://dailysonargaon.com/wp-content/uploads/2020/04/safe_image-16.jpg)
বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদকে রাতের আধারে গোপনে সোনারগাঁয়ের হোসেনপুরে তার শ্বশুর বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সোনারগাঁয়ে খুনির লাশ দাফন করার প্রতিবাদে আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান কালাম এর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
সোমবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় আওয়ামীলীগ অফিসের সামনে তারা এ মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
মানববন্ধনে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন।
মানববন্ধনে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমান কালাম বলেন, বঙ্গবন্ধুর খুনি মাজেদকে সোনারগাঁয়ে দাফনের মাধ্যমে সোনারগাঁয়ের মাটিকে কলঙ্কিত করা হয়েছে। এটা আমরা মেনে নিতে পারি না। খুনি মাজেদ যেহেতু সোনারগাঁয়ের সন্তান নয় সোনারগাঁ এ কুলাঙ্গারকে জন্ম দেয়নি সুতরাং তার কবর সোনারগাঁয়ে হতে পারে না। জননেত্রী শেখ হাসিনার কাছে সবিনয় প্রার্থনা এ খুনি লাশ যাতে সোনারগাঁ থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়।
আপনার মতামত জানান