‘ভিআইপি’ প্রটোকলের বলি হলেন অঞ্জন কুমার
ডেইলি সোনারগাঁ :
সোনারগাঁয়ে আসবেন সরকারের একজন সচিব। উপর থেকে মোবাইলে বার্তা আসার পর সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার অত্যন্ত জরুরি কাজ থাকায় সচিবকে প্রটোকল দিতে এসিল্যান্ডকে পাঠান। আর এদিকে শুক্রবারে ড্রাইভারের ছুটি থাকায় এসিল্যান্ডের পৌছাতে দেরি হয়। এতেই বদলী হয়ে যান সুনামের সাথে দায়িত্ব পালন করা সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার এমনই ধারনা সোনারগাঁয়ের সর্বমহলে।
পরের কর্মদিবসে ১১ নভেম্বর সোমবার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ঢাকা এর মোঃ সেলিম রেজার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলীর আদেশ জারী করা হয়েছে। একই সঙ্গে রকিবুর রহমান খাঁন (১৬৬৯২) কে নতুন নির্বাহী অফিসার হিসেবে সোনারগাঁয়ে যোগদানের আদেশ করা হয়েছে। দায়িত্ব বুঝিয়ে দিয়ে গতকাল তাকে চলে যেতে হয়। জানতে চাইলে অঞ্জন কুমার সরকার বলেন, ‘চিঠিতে কাজের স্বার্থে বদলির কথা বলা হয়েছে। এর বাইরে তো আমার আর কিছু বলার নেই।’ তবে সচিবকে প্রটোকল দিতে না পারার পরের কর্মদিবসে বদলির চিঠি পাওয়ার কথা স্বীকার করেন তিনি।
সদ্য বিদায়ি অঞ্জন কুমার সরকারের এ বদলি সোনারগাঁবাসীর মনে দাগ কেটে গেছে। তিনি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সোনারগাঁয়ে যোগদান করে নিজের কর্মদক্ষতা, সততা, আন্তরিকতা ও ভালবাসায় সকলের মন জয় করে নিয়েছেন। তিনি ভালো মানুষের জন্য ভালো হলেও মাদক, সন্ত্রাস ও দখলবাঁজদের আতঙ্ক ছিলেন। তার বিদায়ে নির্বাক হয়ে গেছে সবাই। গতকাল সবাইকে কাঁদিয়ে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিয়েছেন তিনি।
বিদায় অনুষ্ঠানে থাকা একজন জানান, এটা প্রশাসনের দূবৃত্তায়ন। ঐতিহাসিক পযটন নগরী সোনারগাঁয়ে প্রতিদিনই দেশি বিদেশী পযটক রাষ্ট্রিয় ও ব্যক্তিগত সফরে আসেন। এখানকার ওসি, এসিল্যান্ড, ইউএনও দের বেশিরভাগ সময় কাটে ভিআইপি প্রটোকলে যা বিশ্বের উন্নত দেশে অকল্পনীয়।
অঞ্জন কুমার সরকারের একমাত্র মেয়ে অবন্তীর জন্মদিনে হাসির বদলে চোখের জলে তাকে বিদায় দিয়েছে সোনারগাঁবাসী। পাশাপাশি নতুন নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খাঁনকে বরন করেছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁ রয়েল রিসোটে বিদায়, বরণ ও জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেছে সোনারগাঁ অফিসার্স ক্লাব। ক্লাবের সভাপতি প্রকৌশলী আলী হায়দার খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সাংসদ লিয়াকত হোসেন হোসেন খোকা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডালিয়া লিয়াকত, উপজেলা পরিষদের পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানসহ সাংবাদিক, রাজনীতিবিদ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ অফিসার্সক্লাবের কর্মকর্তা কর্মচারি বৃন্দ।
আপনার মতামত জানান