ভারতে কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতালে আগুন, ৫ করোনা রোগীর মৃত্যু

প্রকাশিত

ভারতের ছত্তিশগড় রাজ্যের রাজধানী রায়পুরের একটি কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতালে আগুন লেগে পাঁচ করোনা রোগির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাজ্যটির রজাধানী রায়পুরের একটি হাসপাতালে এই দুর্ঘটনা ঘটে বলে জানানো হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বেলা ৫টার দিকে রাজধানী হাসপাতালের প্রথম তলায় আগুনের সূত্রপাত হয়। এরপর তা ছড়িয়ে পড়ে। হাসপাতলটিতে মোট ৩৪ জন রোগী ভর্তি ছিলেন। এদের মধ্যে নয়জন ছিলেন আইসিইউতে।

তারা জানান, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। রোগীদের হাসপাতালটি থেকে অন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডে নিহত রোগীদের প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে ছত্তিশগড়ের মুখ্যন্ত্রী ভুপেশ বাঘেল।

পুলিশ কর্মকর্তা তারেকশ্বর প্যাটেল বলেন, দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানি হয়েছে। অন্য রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি।

আপনার মতামত জানান