ভাঙচুর-লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪৯

নিজস্ব প্রতিবেদক
গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) ইনামুল হক সাগর এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। যেসব প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে সেসব প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
আপনার মতামত জানান