বিরামপুরের বেশ কিছু পরিবারে আজ ঈদ

প্রকাশিত

সারা দেশে আগামীকাল শুক্রবার (১৪ মে) ঈদুল ফিতরের দিন নির্ধারিত হলেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলার দুই ইউনিয়নের ১৫ গ্রামের কয়েকটি পরিবারে আজ ঈদ উদযাপন করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার (১৩ মে) সকাল ৮টায় উপজেলার খয়েরবাড়ি-মির্জাপুর গ্রামের মসজিদ ও একই সময় আয়ড়া বাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দুই জামাতে ১৫ গ্রামের প্রায় ১১৫ জন মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। খয়েরবাড়ি মির্জাপুর মসজিদে মো.দেলোয়ার হোসেন কাজি এবং অন্যটিতে মাওলানা ইলিয়াস আলী ঈদের নামাজে ইমামতি করেন। জামাতে পুরুষ মুসল্লির পাশাপাশি নারীরাও উপস্থিত ছিলেন।

সরেজমিনে আজ সকালে উপজেলার খয়েরবাড়ি-মির্জাপুর গ্রামের গিয়ে দেখা যায়, সকাল থেকে দূর-দূরান্তের গ্রামের মুসল্লিরা একত্রিত হতে থাকেন। বিশৃঙ্খলা এড়াতে বিরামপুর থানা পুলিশের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। নির্ধারিত সময় সকাল ৮টায় ওই এলাকার মসজিদে মো.দোলোয়ার হোসেন কাজির ইমামতিতে নামাজ শুরু হয়। এতে পুরুষ মুসল্লির পাশাপাশি নারী মুসল্লিরাও উপস্থিত ছিলেন।

একদিন আগে ঈদ উদযাপন করার বিষয়ে জানতে চাইলে ইমাম মো.দোলোয়ার হোসেন কাজি বলেন,’সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র তিন ঘণ্টা। এই সময়ের ব্যবধানে দিনের পরিবর্তন হয় না। তাই এই নামাজ আদায় করা। তিনি বলেন, ‘আবার হযরত মুহাম্মদ (স.) জম্মগ্রহণ করেন ১২ রবিউল আওয়াল সোমবার। কিন্তু যদি দিন ধরা হয় তাহলে আমাদের দেশে সেই দিন হয় মঙ্গলবার। আবার রমজানে ২৭ তারিখে আমরা লাইলাতুল কদর রাতে ইবাদতের মাধ্যমে আল্লাহকে খুঁজি কিন্তু দিন হিসেবে আমরা একদিন পর সেই রাতকে খুঁজছি। এমন বিভিন্ন চিন্তা ও হাদিসি ব্যাখ্যার কারণে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ ঈদ উযদাপন করছি।’

দেলোয়ার হোসেন আরো বলেন, ‘১৯৯৭ সাল থেকে এভাবে নামাজ আদায়ের পরিকল্পনা থাকলেও ২০১৩ সাল থেকে আমার সৌদি আরবের সঙ্গে মিল রেখে নামাজ আদায় করছি। তবে গতবারের চেয়ে এবার মুসল্লির সংখ্যা বৃদ্ধি পেয়েছে।’

বিরামপুর থানার উপ-পরিদর্শক মো. নুরুল আমিন বলেন, ‘সারা দেশে আগামীকাল ঈদ উদযাপিত হবে। তবে আজ এই এলাকার বেশ কিছু মুসল্লি ঈদ উদযাপন করছেন। এখানে যেন কোনো অপ্রীতিকার ঘটনা না ঘটে, সেই জন্য বিরামপুর থানা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির বলেন, ‘বিরামপুর উপজেলায় আয়ড়া মোড় এবং খয়েরবাড়ি মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। একদিন আগে ঈদের জামাতে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে, সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।’

সূত্রঃ কালেরকণ্ঠ

আপনার মতামত জানান