বিনা ওয়ারেন্টে গ্রেফতার নিষেধ

প্রকাশিত


বাংলাদেশ পুলিশের আইজিপি ড,বেনজির আহমেদ জানান, বিনা ওয়ারেন্টে অথবা নোটিস না দিয়ে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারবে না,গ্রেফতারের সময় গ্রেফতারের কারন, গ্রেফতারকারী অফিসারের নাম, গ্রেফতারের সময় ও স্থান সম্পর্কিত একটি সিসি (মেমো) গ্রেফতারকৃত ব্যক্তি অথবা তার পরিবারকে পুলিশ দিতে বাধ্য।

এটা অবশ্যই চেয়ে নিতে হবে,মামলার ক্ষেত্রে এটা গুরুত্বপুর্ন।

গ্রেফতারের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারকৃতকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে, কোর্ট ছুটি থাকলে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের আবাসিকে হাজির করতে হবে এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া অতিরিক্ত একদিনও আটক রাখতে পারবে না। মহিলা পুলিশ ছাড়া কোনো ভাবেই, কোনো মহিলাকে তল্লাশী বা গ্রেফতার করতে পারবে না।

আইন অনুযায়ী পুলিশ লকআপে, শারিরীক বা মানুষীক কোনো প্রকার অত্যাচার বা নির্যাতন করতে পারবে না।

আপনার মতামত জানান