বিজয় দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের বিজয় র‌্যালি

প্রকাশিত


মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় নরায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিজয় র‌্যালি করেছে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে মোগরাপাড়া চৌরাস্তা থেকে মহাসড়কের পিরোজ পুর মোড় ঘুরে ফের উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও সাবেক সাংসদ কায়সার হাসনাতের নেতৃত্বে র্যা লিতে কয়েক হাজার নেতাকর্মী, সমর্থক অংশ নেন। জাতীয় পতাকা হাতে ‘বিজয়ের ৫০ বছর’ লেখা ব্যাজ ধারণ করে র্যা লিতে অংশ নেন তারা।

উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কায়সার হাসনাত, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমান কালাম প্রমূখ।

আপনার মতামত জানান