বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ায় রোববার সারা দেশে হরতাল

প্রকাশিত


নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কাকরাইল মোড়ে সংঘর্ষের কারণে নয়াপল্টনে মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর আগামীকাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।


শনিবার দুপুরে সমাবেশস্থল থেকে এই হরতালের ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


এর আগে সমাবেশ চলাকালে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।

হরতালের বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ঢাকা মহানগরে আগামীকাল রোববার সকাল সন্ধ্যা হরতাল। শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর হামলা গুলিবর্ষণ এবং অসংখ্য নেতা-কর্মী আহত করার প্রতিবাদে এই কর্মসূচি।

এদিকে, বিএনপি বলছে, ‘নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে পুলিশ-বিজিবির হামলা ছিল পূর্বপরিকল্পিত, পুলিশের অভ্যন্তরীণ বেতার বার্তা থেকে যার প্রমাণ পাওয়া যায়। স্পষ্টভাবে শোনা যাচ্ছে পুলিশের কর্মকর্তারা নিজেদের সব ইউনিটকে নাইটিঙ্গল মোড়ে আসতে বলছে এবং বিজিবিকেও জড়ো করছে সেখানে সম্মিলিতভাবে হামলা করার উদ্দেশ্যে।’

প্রসঙ্গত, নানা বাধা উপেক্ষা করে সারা দেশ থেকে বিএনপির মহাসমাবেশে যোগ দিতে নয়াপল্টনে কাল রাত থেকে হাজির হয় নেতা কর্মীরা। মহাসমাবেশ শুরুর পর পুলিশের সঙ্গে কয়েক দফা সংঘর্ষ হয় বিএনপি নেতাদের। এরপর নয়াপল্টন থেকে বিএনপি নেতাদের সরিয়ে দেয় পুলিশ।

রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক মোড় এলাকায় পুলিশের ওপর তিন দিক থেকে ঘেরাও করে হামলার ঘটনাও ঘটেছে।

আপনার মতামত জানান