বর্ণাঢ্য আয়েজনে সোনারগাঁয় আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ ২৩ জুন উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় উপজেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয়ের সামনে আলোচনা সভা শেষে বিশাল আনন্দ মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করেন। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক সাংসদ কায়সার হাসনাত।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষেদর চেয়ারম্যান এ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে কায়সার হাসনাত বলেন, বাংলাদেশকে স্বাধীন করার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছিল। সেই লক্ষ্য বাস্তবায়িত হয়েছে। তিনি বলেন, এখন নির্বাচন সামনে রেখে যত চ্যালেঞ্জই আসুক না কেন, ৭৪ বছরের পরিপক্ব আওয়ামী লীগ তা মোকাবিলা করেই এগিয়ে যাবে। এসময় তিনি সোনারগাঁয়ে নৌকা প্রতিকের নির্বাচনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আওয়ামীলীগের দলীয় এমপি চান।


আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৬৬ সালে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের পক্ষ থেকে আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবিতে যে ছয় দফা দাবি দেওয়া হয়, সেটিকে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের প্রথম পদক্ষেপ বলে মনে করা হয়। এরপর ১৯৬৯ সালে গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগের ভূমিকার কারণে দলটি এ অঞ্চলের নেতৃত্বে চলে আসে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দলের অবিসংবাদিত নেতায় পরিণত হন।

বঙ্গবন্ধুর নেতৃত্ব ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগকে বিপুল বিজয় এনে দেয়। সেই বিজয়ের ধারাবাহিকতায় আওয়ামী লীগ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয় এবং বাংলাদেশ স্বাধীন হয়।

উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও পজেলা আওয়ামীলীগের সদস্য পৌর মেয়ার প্রার্থী গাজী মুজিবুর রহমান ডেইলি সোনারগাঁ’কে বলেন, বাংলাদেশকে স্বাধীন করার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছিল। সেই লক্ষ্য বাস্তবায়িত হয়েছে। কোন ষড়যন্ত্রই সোনারগাঁয়ের আওয়ামীকে লক্ষ্যচ্যুত করতে পারবে না। আমরা তা মোকাবিলা করেই এগিয়ে যাবো।

অনুষ্ঠানে যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হায়দারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, সহ-সভাপতি আরিফ মাসুদ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, হাজী সোহাগ রনি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সোহেল রানা, গাজী মুজিবির রহমান, কোহিনুর ইসলাম রুমা, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ প্রমুখ।

এসময় ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত জানান