বন্দরে খেলা করতে গিয়ে লোহার রড ঢুকে শিশু আহত

প্রকাশিত

বন্দরে লোহার রেলিং বেয়ে উপরে উঠতে গিয়ে পা ফঁসকে নিচে পরে ইউসুফ (৮) নামে এ ক্ষুদে শিক্ষার্থী মারাত্মক ভাবে আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় বন্দর থানার সোনাকান্দাস্থ মেরিন টেকনোলজীতে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় ক্ষুদে শিক্ষার্থী ইউসুফকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আহত শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহত শিক্ষার্থী ইউসুফ বন্দর থানার সোনাকান্দাস্থ মেরিন টেকনোলজির নিরাপত্তা প্রহরী মনির হোসেনের ছেলে ও উক্ত প্রতিষ্ঠানের গনমুখি আইউডিয়াল স্কুলের নার্সারি ছাত্র বলে জানা গেছে। ঘটনার প্রত্যেক্ষদৃশিরা জানিয়েছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ক্ষুদে শিক্ষার্থী ইউসুফ মেরিন টেকনোলজি জামে মসজিদের সামনে একা খেলা করছিল। পরে বেলা সাড়ে ১২টার দিকে ইউসুফ লোহার রেলিং বেয়ে উপরে উঠতে গিয়ে পা ফঁসকে মসজিদের পরিতক্ত লোহার এঙ্গেলের উপর পরে যায়। এ ঘটনায় শিশুটির বুকের ভিতরে লোহার রড ঢুকে গিয়ে মারাত্মক ভাবে আহত হয়। পরে আহত শিশুটিকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢামেক হাসপাতালে প্রেরণ করে। এ রির্পোট লেখা পর্যন্ত আহত ক্ষুদে শিক্ষার্থী ইউসুফের আবস্থা আশংকা জনক বলে হাসপাতাল ও আহতের পরিবার সূত্রে জানা গেছে।

আপনার মতামত জানান