ফুটবলকে বিদায় বলে দিলেন মেসির সতীর্থ আর্জেন্টাইন তারকা!
২০০১ সালে বোকা জুনিয়র্সের জার্সিতে পেশাদার ফুটবলে অভিষেক হয়েছিল কার্লোস তেভেজের। শনিবার বোকায় নিজের তৃতীয় অধ্যায়ের সমাপ্তি টানার ঘোষণা দিলেন ৩৭ বছর বয়সি আর্জেন্টাইন তারকা। সরাসরি অবসরের ঘোষণা না দিলেও তেভেজ জানিয়েছেন, আর্জেন্টিনার ঘরোয়া লিগে আর খেলবেন না তিনি। তবে বোকা তার হৃদয়জুড়ে থাকবে।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে তেভেজ বলেন, ‘শারীরিকভাবে আমি এখনও খেলার জন্য প্রস্তুত। তবে মানসিকভাবে নয়। যদিও এখানেই শেষ নয়। আবারও দেখা হবে। জানি না অবসর নিচ্ছি নাকি। যদি ফুটবলে ফিরি তাহলে বোকায় আর দেখা যাবে না। ’
পরিবারকে সময় দিতে সাময়িকভাবে ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তেভেজ। তবে বিশ্লেষকদের মতে, ফুটবলকেই বিদায় বলে দিলেন তেভেজ। প্রায় দুই যুগের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানছেন তিনি।
২০০১, ২০১৫ ও ২০১৮ তিন দফা আর্জেন্টিনার ঐতিহাসিক ক্লাবটির জার্সি গায়ে জড়িয়েছেন তেভেজ। ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছেন।
জুভেন্টাসের পক্ষে সিরিআ ট্রফির স্বাদও নিয়েছেন। ২০০৮ সালে ম্যানইউর চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন তিনি। ২০০৪ সালে আর্জেন্টিনার হয়ে অলিম্পিকে সোনাও জিতেছেন তেভেজ। ২০১৮ সালে বোকায় যোগ দিয়ে দুটি লিগ শিরোপা তুলেছেন।
আর্জেন্টিনার জার্সিতে ৭৩ ম্যাচ খেলেছে ১৩ গোল করেছেন তেভেজ। ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে অংশ নিয়েছেন লিওনেল মেসির সঙ্গে।
তথ্যসূত্র: ইএসপিএন
আপনার মতামত জানান