প্রবাসীদের পাসপোর্ট নিয়ে এ কি বললেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
পাসপোর্ট নিয়ে বড় সুসংবাদ পেল প্রবাসীরা
পাসপোর্ট নিয়ে প্রবাসীদের সুসংবাদ দিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সেই সংবাদ দেন।
উপ প্রেস সচিব বলেন, পাসপোর্ট নিয়ে একটা সুখবর আছে। বাংলাদেশি নাগরিকরা ই-পাসপোর্টের আবেদন করলে পাসপোর্ট প্রস্তুত হওয়ার পর একটা এসএমএস পান। এসএমএস সার্ভিসটা শুধু বাংলাদেশের ভেতরে চালু আছে। এসএমএস সার্ভিসটা প্রবাসীদের জন্য বিদেশেও চালু হচ্ছে।
আবুল কালাম আজাদ মজুমদার বলেন, দাপ্তরিক জটিলতার কারণে প্রবাসীদের এক লাখ ৯৭ হাজার মেশিন রিডেবল পাসপোর্ট প্রিন্টিংয়ের জন্য আটকা ছিল। গত তিন সপ্তাহে এক লাখ ৮২ হাজার ৭৪৫টি পাসপোর্ট বিভিন্ন দূতাবাসে পৌঁছানো হয়েছে। এর বাইরে পাসপোর্ট সেবা সহজ ও পাসপোর্ট অফিস দালালমুক্ত করতে এজেন্ট নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, শিক্ষার্থীদের বই ছাপার কাজ চলতি মাসের মধ্যে শেষ হবে জানিয়ে উপ প্রেস সচিব আরও বলেন, এবার সময়মতো অনেকেই বই পায়নি, এ জন্য সরকার আন্তরিকভাবে দুঃখিত। দেশেই সব বই ছাপা হচ্ছে বলে কিছুটা দেরি হচ্ছে।
এসময় প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।
আপনার মতামত জানান