পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

প্রকাশিত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাচঁপুর বাসস্ট্যান্ড এলাকায় রোববার দুপুরে অভিযান চালিয়ে জামাল মিয়া (৩৮) নামে এক পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর দল।
গ্রেফতারকৃত জামাল মিয়া রূপগঞ্জ উপজেলার আদরিয়া কুমার টেক (কেশাবো) এলাকার মৃত লাল মিয়া এর ছেলে।

রোববার বিকেলে র‌্যাব-১১ এর উপ-পরিচালক লে: কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত গনমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে র‌্যাব ১১ এর একটি দল। এ সময় মহাসড়কে চলাচলরত বিভিন্ন বাস/ট্রাক চালকদের ভয়ভীতি দেখিয়ে ও হুমকি প্রদর্শন করে চাঁদাবাজি করার অপরাধে জামাল মিয়া (৩৮) কে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে চাঁদাবাজির নগদ দুই হাজার ষাট টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জানা যায়, গ্রেফতারকৃত আসামী জামাল মিয়া দীর্ঘদিন ধরে কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন বাস/ট্রাক চালকদের গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক অবৈধভাবে ১৫০-২৫০ টাকা চাঁদা আদায় করে আসছিল। তার অত্যাচারে বাস/ট্রাক চালকেরা অতিষ্ঠ। চাঁদাবাজি বন্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে র‌্যাব বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হবে।

আপনার মতামত জানান