নুসরাতকে ইঙ্গিত করে খোঁচা মীরের

প্রকাশিত

পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়িকা ও লোকসভার সদস্য নুসরাত জাহানের স্বামীর সঙ্গ ত্যাগ করা, নতুন প্রেম ও অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে তোলপাড় চলছে ভারতবর্ষে। অনেকে অস্থির সময়ে নুসরাতের পাশে দাঁড়িয়েছেন। আবার কেউ কেউ খোঁচা মারছেন।

ভারতের স্ট্যান্ড-আপ কমেডিয়ান ও মীরাক্কেলের উপস্থাপক মীর আফসার আলী এ বিষয়ে মুখ খুলেছেন। ফেসবুক স্ট্যাটাস দিয়ে আলোচনাকে উসকে দিয়েছেন।

তিনি ফেসবুকে লেখেন, ‘ইউরো কাপ ২০২০-তে আজ ইতালি আর আর একটা দেশের ম্যাচ। যে দেশে কেউ এক জন বিয়ে করেছিলেন, বা করেননি।’

শুক্রবার মধ্যরাতে ইউরো কাপে মুখোমুখি হয়েছিল ইতালি এবং তুরস্ক। সেই ম্যাচে ৩-০ গোলে জিতে যায় ইতালি। ইউরো কাপের প্রথম ম্যাচ দেখতে দেখতেই মীর এই পোস্টটি করেন। নাম না করে তিনি নুসরাতকে নিয়েই মশকরা করেছেন বলে ধারণা নেটিজেনদের।

কারণ নুসরাত ও নিখিলের ‘বিয়ে’ হয়েছিল তুরস্কে। সেই প্রসঙ্গেই নুসরাত বিবৃতি জারি করে জানিয়েছিলেন, ‘তুরস্কের আইন অনুসারে সেই অনুষ্ঠান অবৈধ। উপরন্তু দুই ভিন্ন ধর্মাবলম্বী মানুষের বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে করা উচিত। যা এ ক্ষেত্রে মানা হয়নি। তাই এটা বিয়েই নয়।’

সূত্রঃ যুগান্তর।

আপনার মতামত জানান