নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেই গাড়ি, যাত্রীরা পড়েছে ভোগান্তিতে

প্রকাশিত

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি কম থাকলেও যাত্রীদের চাপ রয়েছে বেশি। গাড়ি কম থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। রোববার (১৬ মে) বেলা সাড়ে ১১টায় মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সড়কে গাড়ি কম থাকায় অধিকাংশ যাত্রী গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। জানা যায়, বেশিরভাগ যাত্রী গ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের (টিআই) শাহ আলম জানান, সড়কে যাত্রী সংখ্যা বেশি হলেও গাড়ির চাপ কম রয়েছে।

এদিকে সকাল থেকে চারটি দূরপাল্লার বাস আটক করা হয়েছে বলেও জানান তিনি।

আপনার মতামত জানান