নতুন ভবন উদ্বোধন করলেন এমপি খোকা

প্রকাশিত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ফরদী দাখিল মাদ্রাসার ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা। আজ বিকেলে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও তিনতলা নতুন ভবনের শুভ উদ্বোধন করেন।

সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে প্রায় ৯৭ লাখ টাকা ব্যয়ে শম্ভুপুরা উচ্চ বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়। এছাড়াও প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে শম্ভুপুরা ফরদী দাখিল মাদ্রাসার ৪র্থ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

এসময় শম্ভুপুরা হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য, জাতীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা

শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুর রউফ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন- সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান, মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, নারায়ণগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আরিফুল হক, শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মোল্লা, বিশিষ্ট শিল্পপতি মোঃ মনির হোসেন মঞ্জিল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তোতা মিয়া।

 

আপনার মতামত জানান