ধুমপান ছাড়ুন, মৃত্ ধুমপায়ীর ফুসফুস দেখে চিকিৎসকের পরামর্শ

প্রকাশিত

টানা ৩০ বছর ধরে প্রতিদিন এক প্যাকেট করে সিগারেট টানা ৫২ বছর বয়সে এক ব্যক্তির মৃত্যুর পর পেট কেটে ফুসফুস বের করা হয়। এরপর যা দেখলো তাতে চীনের চিকিৎসকরা বয়ে আঁতকে উঠেছে।

দীর্ঘদিন ধূমপান করার কারণে ওই ব্যক্তির ফুসফুস আলকাতরার মতো কুচকুচে কালো হয়ে গিয়েছে। ফুসফুসের বাদামি রং আর কালো মিলে অনেকটা অজগর বা অ্যানাকোন্ডা সাপের আকার ধারন করেছে।

ফুসফুসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ওই ব্যক্তি অঙ্গ দান করতে চেয়েছিলেন। কিন্তু চিকিৎসকেরা ব্যবহার করতে পারেননি।

জিয়াংসু শহরের উক্সি পিপলস হাসপাতালের চিকিৎসক ড. চেন অপারেশনের একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে ফুসফুসের ভয়ংকর ওই রং দেখা গেছে।

চেন সাংবাদিকদের বলেন, এই দেশে অনেকের ফুসফুসের অবস্থাই এমন। এটি আমরা অন্যের শরীরে প্রতিস্থাপন না করার সিদ্ধান্ত নিয়েছি।

অন্যদের সতর্ক করে তিনি বলেন, ‘এই ফুসফুসের দিকে তাকান-এখনো ধূমপান করার সাহস আছে?’

চেন জানান, সিটি স্ক্যান করার আগেই ওই রোগীর মৃত্যু হয়। তার কিছুক্ষণ আগে তিনি ফুসফুস দান করে যান।

আপনার মতামত জানান