‘থিমপার্ক’ করার ঘোষনা দিলেন জেলা প্রশাসক

প্রকাশিত

নারায়ণগঞ্জে একটি ‘থিমপার্ক প্রতিষ্ঠার ঘোষনা দিয়েছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মোন্তাইন বিল্লাহ। নারায়ণগঞ্জের ইতিহাস ঐতিহ্য, প্রত্নতত্ত্ব সম্পদ, জামদানি, কাঠের ঘোড়া, একতারা সহ ঐতিহ্য সংরক্ষণের জন্য একটি আধুনিক থিম পার্ক করার কথা জানান তিনি। আজ সকালে সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সোনারগাঁয়ের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন থিমপার্কটি নারায়ণগঞ্জের ঐতিহাসিক এলাকায় প্রতিষ্ঠা করা হবে।

জেলা প্রশাসক মোন্তাইন বিল্লাহ বলেন, সোনারগাঁ নারায়ণগঞ্জের একটি ঐতিহাসিক উপজেলা। এক সময় এই উপজেলার শিক্ষা, সংস্কৃতি ছিল বিশ্বময়। মসলিন, চারু, কারুশিল্পীরা তাদের শিল্পের মাধ্যমে এ দেশকে বিশ্বের মাঝে তুলে ধরেছেন। এখানে ইসলামী আমলের শাসক ফখরুদ্দিন মোবারক শাহ্, ফতে আলী শাহ, গিয়াসউদ্দিন আজম শাহ, শরফুদ্দিন আবু তাওয়ামা সহ অগনিত অলি আউলিয়া সোনারগাঁয়ের দ্যুতি ছড়িয়েছেন। আমরা একটি থিম পার্কের মাধ্যমে পুরো নারায়ণগঞ্জের ঐতিহ্য লালন করতে চাই। সোনারগাঁ পর্যটনের জন্য একটি আদর্শ উপজেলা বলেও তিনি মতপ্রকাশ করেন।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা মুন্না, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গণি, জামপুর ইউপি চেয়ারম্যান হামীম শিকদার শিপলু, সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউপি চেয়ারম্যান জহিরুল হক , সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু, সোনারগাঁ জি, আর মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুলতান মিয়া, ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি,আর বিলকিছ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারি।

মতবিনিময় সভায় সাংবাদিক প্রতিনিধি হিসেবে সোনারগাঁয়ের নানা সমস্যার কথা তুলে ধরেন সোনারগাঁ থানা প্রেসক্লাবের উপদেষ্ঠা ও প্রথম আলোর সোনারগাঁ প্রতিনিধি মনিরুজ্জামান মনির, থানা প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠের সোনারগাঁ প্রতিনিধি গাজী মোবারক সহ মুক্তিযোদ্ধা প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, ইমাম ওলামা প্রতিনিধি, জনপ্রতিনিধি সহ সাধারন মানুষ। তারা জানান, খাল, নদী দখল, কারখানার দূষিত বর্জ্য, যানযট, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, প্রশাসনের গাফলতি, ভুমি অফিসের খারিজ ও মিসকেস সহ নানা হয়রানি ও দুর্ভোগের কথা উঠে আসে। এসব বিষয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের মাধ্যমে সোনারগাঁকে আরো সুন্দর ও সুশৃঙ্খলভাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করে জনদুর্ভোগ লাগব ও দেশের উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে সরকারকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আপনার মতামত জানান