তিন বাহিনীর পোশাকের ডিজাইনারকে গ্রেপ্তারের দাবি

প্রকাশিত



বিনোদন ডেস্ক:
সোশ্যাল মিডিয়ায় এখন পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর পোশাকের রং পরিবর্তন নিয়ে চর্চা তুঙ্গে। গেল ২০ জানুয়ারি) আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই পরিবর্তিত পোশাকের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে তিন বাহিনীর নতুন রঙের পোশাক নেটিজেনদের অনেকেই পছন্দ করছেন না। কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল করছেন। কেউ আবার ডিজাইনারকে নিয়ে কটাক্ষ করছেন। সেই দলে নাম লেখালেন জনপ্রিয় গায়ক আসিফ আকবরও। রীতিমতো তিন বাহিনীর পোশাকের ডিজাইনারকে গ্রেপ্তারের দাবি তুলেছেন তিনি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিন বাহিনীর নতুন পোশাকের ছবি শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন আসিফ।

আপনার মতামত জানান