ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ দীপক চন্দ্র

প্রকাশিত

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হয়েছেন নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা। গত নভেম্বর মাসের সার্বিক বিষয়ে সফলতার কারনে মাসিক শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরস্কার দেয়া হয়। ২১ ডিসেম্বর ( মঙ্গলবার) সকালে ডি আই জি কার্যালয় ঢাকা রেঞ্জ অফিস থেকে এ পুরস্কার ( ক্রেস্ট) দেয়া হয়।

 

ডিআইজি হাবিবুর রহমানের পক্ষে অতিরিক্ত ডিআইজি জিহাদুল আলমের হাত থেকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা ক্রেষ্ট গ্রহণ করেন বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা। এ সময় অতিরিক্ত ডিআইজি (ঢাকা রেঞ্জ) নূরে আলম মিনহা, অতিরিক্ত ডিআইজি (ঢাকা রেঞ্জ) মাহবুবুর রহমান ও এসপি আক্তার হোসেন (ক্রাইম এনালাইসিস ও কমিউনিটি পুলিশিং, ঢাকা রেঞ্জ) সহ অন্যন্য উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত জানান