ড্রেস রোল অনুযায়ী চুল কাটিংয়ের পরামর্শ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সকল শিক্ষার্থীদের স্কুল ও কলেজের ড্রেস রোল অনুযায়ী চুলের কাটিং করার জন্য সচেতনতামূলক কর্মসূচী পরিচালনা করছেন এসআই আজাদ।
শনিবার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের সাথে ডেঙ্গু মশা নিধনে করণীয় এবং স্কুল ড্রেস কোড অনুযায়ী ছাত্রদের চুলের ছাট রাখার জন্য বিশেষ অনুরোধ করেন থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা এমনভাবে চূলের ছাট দেয় দেখলে বখাটেদের মতো মনে হয়। যারা আগামী দিনের ভবিষৎ তাদের সঠিক দিক নির্দেশনা ও টেক-কেয়ার না করলে ভবিষৎ প্রজন্ম মেধাশূন্য হয়ে যাবে। তাই আমরা নিজেদের রাষ্ট্রীয় দায়িত্ব পাশাপাশি নিঃস্বার্থভাবে সামাজিক দ্বায়িত্ব পালন করছি। ইদানিং দেখবেন ছাত্ররা যেভাবে চুলের ছাট দেয় তা শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম বহির্ভূত।
আপনার মতামত জানান