ডাইলখোর

প্রকাশিত

♣ রম্য রচনা
কত থানা পুলিশ হলো তবু আজও ডাইল ছাড়তে পারলো না। ডাইল ডাইল করে আমার সংসারটা ভেঙ্গে লন্ডভন্ড হওয়ার পথে মাতবররা এসে মিটিয়েছে বলে রক্ষা। কথাগুলো বলছিলেন এক ডাইলখোরের স্ত্রী। তিনি জানান, ভাই কি বলব দিনে তিনবার ডাইল না খেলে সে যেন বাঁচবে না। কতভাবে বুঝালাম এত ডাইল খাবেন না কে শুনে কার কথা। ছেলে মেয়েদের সামনে ডাইল খেলে তারা ও খেতে চায়। একবার ডাইল নিয়ে সে কি মারামারি। তবু তার ডাইল বন্ধ হবে না।

পুলিশ কি জানে? জানে কি ভাই পুলিশ তো তাকে দেখলেই ডাইল কিনে দেয়। কেন? কেন আবার? একবার রাতে আমরা নৌকা দিয়ে ননদের বাড়িতে বেড়াতে যাচ্ছিলাম। সে নৌকায় উঠেই জিজ্ঞেস করল, ডাইল নিছ। জানি নৌকাতে সে ডাইল ছাড়া উঠবেই না, তাই আগেই ডাইল কিনে রেখেছি। বললাম নৌকায় ডাইল আছে, তুমি তারাতারি উঠো। এ কথা কেমন করে জানি, পুলিশের এক দারোগা শুনে ফেলে। শুনেই ডাইল রাখার অপরাধে নৌকা থেকে আমাদের সবাইকে থানায় ধরে নিয়ে যায়। নৌকা তল্লাশি করে ডাইল না পেয়ে আমার স্বামীকে কি মার মারল। পরে গ্রামের সবাই গিয়ে থানার ওসিকে বললো, এ ডাইলখোরকে থানায় এনেছেন কেন? শুনে ওসি সাব সে কি রাগ?
বললেন আপনাদের মদদে দেশে ডাইলখোরের সংখ্যা বেড়েই চলেছে। মাদক নিয়ন্ত্রনে আমরা কঠিন অবস্থানে আছি কাউকেই ছাড় দেয়া হবে না। তাকে রিমান্ডে এনে বের করব সে কার কাছ থেকে ডাইল আনে। গ্রামের সরল মানুষগুলো একসাথে বললো স্যার আমরা সবাই জানি সে মকবুলের দোকান থেকেই ডাইল কিনে। গ্রামের মানুষের কথা না বুঝেই ওসি মকবুলের দোকানের ঠিকানা নিয়ে বেড়িয়ে গেল।
মকবুলের দোকানে গিয়ে তার এবং গ্রামের মাতবরদের কথা শুনে হাসতে হাসতে ফিরে এলো থানায়। এসে দারোগাকে বললো আসামীকে ছেড়ে দাও। ছেড়ে দিলো। সঙ্গে তাকে কিছু ডাইল কিনে দিলো।
পুলিশ ডাইলখোরকে কেন ছেড়ে দিলো? কি জানি পুলিশ কি বুইজ্জা আমার সহজ সরল স্বামীরে থানা নিছে তারাই ভালো জানে। কেন আপনি না বললেন আপনার স্বামী ডাইল খায়, তাহলে সহজ সরল হলো কিভাবে? ওমা ডাইল খাওয়া কি অপরাধ? আমার শরির ভালো না, তাই প্রতিদিন ডাইল রানতে চায়না, তাই তো এতো জামেলা। তাও আবার জমিদাররে আম দিয়া রাইন্ধা দিতে অইবো। তিন বেলা তরকারি আর মুশুড়ির ডাইল না হলে সে ভাতই খাবে না। খাওয়া শেষে আবার মকবুলের দোকান থাইকা ডালের প্যাবেট কিনে কুরকুড়াইয়া খাবে। বাচ্চাগুলো চাইলেও সে দিতে চায় না। তাই নৌকার ওঠার আগে কয়েক প্যাকেট ডাইল কিনে নৌকায় উঠছি।

গাজী মোবারক

আপনার মতামত জানান