টিটিই শফিকুল ইসলামের বরখাস্ত প্রত্যাহার

প্রকাশিত

কর্মস্থলে ফেরার পর ট্রেনে কাজ শুরু করলেন পাবনার ঈশ্বরদীর আলোচিত ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম। মঙ্গলবার (১০ মে) খুলনা থেকে চিলহাটিগামী আন্ত নগর রূপসা এক্সপ্রেস ট্রেনে তিনি তাঁর দায়িত্ব পালন শুরু করেন। ট্রেনটি বেলা ১১টা ৪৫ মিনিটে ঈশ্বরদী জংশন স্টেশনে এসে পৌঁছয়। এরপর বেলা ১১টা ৫৫ মিনিটে চিলাহাটির উদ্দেশে ছেড়ে যায়।


এর আগে দায়িত্ব বুঝে পাওয়ার পর সকালে ১০টার দিকে স্টেশনে যান টিটিই শফিকুল ইসলাম। সেখানে সহকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তারপর ট্রেন আসার পর তাতে উঠে যাত্রীদের টিকিট চেকিংয়ের মাধ্যমে নিজের কাজ শুরু করেন। এ সময় এক প্রতিক্রিয়ায় শফিকুল বলেন, ‘সোমবার কর্মস্থলে যোগ দেওয়ার পর আমাকে ট্রেনের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। আজ রূপসা এক্সপ্রেস ট্রেনে কাজ শুরু করলাম। কাজ শুরু করতে পেরে শান্তি অনুভব করছি।’ আগের মতোই সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।


উল্লেখ্য, গত ৫ মে মধ্যরাতে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ওঠা তিন যাত্রীকে জরিমানাসহ ভাড়া আদায় করায় টিটিই শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়। রেলমন্ত্রীর স্ত্রীর ফোনে ট্রেনে দায়িত্বরত থাকতেই তাঁকে বরখাস্ত করেন রেলওয়ের পশ্চিমাঞ্চল বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন।


রবিবার (০৮ মে) দুপুরে সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী টিটিই শফিকুলের বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে বহালের নির্দেশ দেন। সেই আদেশ পেয়ে সোমবার (০৯ মে) দুপুরে নিজ কর্মস্থলে যোগ দেন শফিকুল ইসলাম।

আপনার মতামত জানান