জেনে নিন গোপনে কে নজর রাখে ফেসবুক প্রোফাইলে

প্রকাশিত

ফেসবুকে আপনি কী করছেন, কোন ছবি পোস্ট করেছেন-এসব গোপনে বন্ধু তালিকায় না থাকা ব্যক্তি নজর রাখে। সেজন্য অনেক ফেসবুক ব্যবহারকারী মাঝেমধ্যেই আপনার প্রোফাইল ভিজিট করেন। তবে বন্ধু তালিকার বাইরের কেউ আপনার সর্বশেষ ছবি, স্ট্যাটাস কিংবা অ্যাকাউন্টে নজর রাখছে কি না বুঝবেন কীভাবে? কয়েকটি সাধারণ ধাপ অনুসরণ করলে তা সহজে বের করে নিতে পারবেন। আজকের টিপসে তারই বিস্তারিত লিখেছেন- ফয়সাল আহমাদ

* প্রথমে কম্পিউটারের ব্রাউজারে গিয়ে ফেসবুকে লগ-ইন করুন।

* এরপর হোম পেজের যে কোনো জায়গায় মাউসের ডান বাটন ক্লিক করলে ঠরবি চধমব ঝড়ঁৎপব অপশনে ক্লিক করতে হবে।

* এরপর নতুন ট্যাবে কোড ভর্তি পুরো একটি পেজ আসবে।

* নতুন উইনডোতে Ctrl + F ক্লিক করলে সার্চ অপশন আসবে।

* সেখানে BUDDY^ID লিখে সার্চ দিতে হবে।

* এবার BUDDY^ID ট্যাগের ডান পাশে ১৫ অঙ্কের কোড দেখা যাবে।

* ট্যাগের পাশে এ রকম অনেকগুলো কোড দেখা যেতে পারে। এই কোডই হলো সেসব প্রোফাইল আইডি। যারা আপনার প্রোফাইল ভিজিট করেছেন।

* নির্দিষ্ট আইডিটির নাম বের করার জন্য facebook.com সাইটে গিয়ে ফেসবুক ডট কমের পাশে স্ল্যাশ (/) চিহ্ন দিয়ে ১৫ অঙ্কের কোডটি পেস্ট করে কি-বোর্ডের এন্টার বাটন চাপতে হবে।

* দেখতে পাবেন আপনার প্রোফাইল ভিজিট করা ফেসবুকে প্রোফাইল।

সূত্রঃ যুগান্তর।

আপনার মতামত জানান