জন্মগন্ধ

প্রকাশিত

গৌতম দত্ত (কলকাতা)

 

মুজিব আর কায়েসের সাথে দেখা হলো
পানামের ঈদের মেলায়.
মুজিব সবুজ, কায়েস লাল.
পানামে যাই নি কতকাল……..

মানুষের জীবন যেন ঝুঁকিপূর্ণ পানামের ভবন.
মুজিব ভাবে আর নিজের মধ্যেই হারায়.
অথচ এখানে মানুষ কাতারে কাতারে,
পবিত্র ঈদের হাসি এই পানাম শহরে.

42নম্বর ভবন থেকে মাসিমা ডাক দিলো
“বাবু দা রে দেকছো নাকি? আইজকা
পায়েস না খাইয়া কোই যে গেলো? ”
কায়েসের অবাক দৃষ্টির ভেতর মুজিবের গলা
” না চাচী বাবু দা রে দেখিনাই “.
চিৎকার করে উঠলো মুজিব.
চাচী র মলিন মুখ মুহূর্তে মিলিয়ে গেলো.
কায়েস অবাক.
বাবু দা কি আজ পানাম ছেড়ে ছিলো.
হয় তো !

“এক অজানা কিশোর যার ডাক নাম বাবু.
সে পানাম ছেড়ে চলে গিয়েছিল. যার প্রতিটি
মুহূর্ত এখন সোনারগাঁ পানাম “.

আপনার মতামত জানান