ছাত্রদের দুই প্রতিনিধি অন্তর্বর্তী সরকারে

প্রকাশিত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। আর সম্ভাব্য ১৬ উপদেষ্টার একটি তালিকা পাওয়া গেছে। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সম্ভাব্য ১৬ উপদেষ্টার মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক।
তাঁরা হলেন মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

জানা যায়, সম্ভাব্য ১৬ উপদেষ্টার তালিকায় যথাক্রমে ৭ ও ৮ নম্বরে রয়েছেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এ ছাড়া এই তালিকায় রয়েছেন চারজন নারী। তারা হলেন সৈয়দা রেজওয়ানা হাসান, ফরিদা আখতার, নূর জাহান বেগম ও শারমিন মুরশিদ।
সম্ভাব্য উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা হলেন সালেহউদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, সুপ্রদিপ চাকমা, বিধান রঞ্জন রায়, আ ফ ম খালিদ হাসান ও ফারুক-ই-আজম।

আপনার মতামত জানান