চেয়ারম্যান সালামের নেতৃত্বে খাদ্য সামগ্রী বিতরন

প্রকাশিত

দেশ জুড়ে করোনা ভাইরাসের পাদুর্ভাব ঠেকাতে সরকারি নির্দেশনা অনুযায়ী সারাদেশ লক ডাউনের ফলে এবং টানা ১০ দিনের ছুটিতে সাধারণ খেটে খাওয়া মানুষ যখন বিপাকে তখন অসহায় দু:স্থ্যদের মাঝে দূর্যোগ ও ত্রান মন্ত্রণালয়ের খাদ্য সামগ্রী বিতরন করার উদ্যেগ গ্রহণ করা হয়।

জানা যায়, শনিবার সকাল ১১ টার পর নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চেয়ারম্যানের নেতৃত্বে সদ্য তালিকা ভূক্ত অসহায় দু:স্থ্যদের মধ্যে দূর্যোগ ও ত্রান মন্ত্রণালয়ের বরাদ্ধকৃত খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

সরেজমিন গিয়ে দেখা মদনপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড মেম্বারদের সাথে সরকারি নির্দেশনা অনুযায়ী স্থানীয় সাংবাদিক ও গ্রাম পুলিশকে নিয়ে কমিটি গঠন করে। পরে অসহায় দু:স্থ্যদের বাড়ি বাড়ি পৌছে দেওয়া হয় খাদ্য সামগ্রীর প্যাকেট।

প্রতিটি প্যাকেটে রয়েছে, ১০ কেজি চাউল, ২ কেজি আলু, তৈল ৫শ গ্রাম , ৫শ গ্রাম লবন, ১ কেজি আটা ও ডাল।

এ সময় মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গাজ্বী এম এ সালাম ইউনিয়ন বাসীকে উদ্দেশ্যে করে বলেন, এই দূর্যোগের মুহুর্তে দেশ বাসীর কল্যাণে একটু কষ্ট করে আপনারা হোম কোয়ারেন্টাইনে থাকুন।

আপনার মতামত জানান